১৯ অক্টোবর, ২০১৮ ১৯:৫৮

রাজশাহীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী


রাজশাহীতে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন
বিজয়া দশমীর দিনে রাজশাহীতে প্রতিমা বিসর্জন শুরু হয় দুপুর থেকে। দুপুর থেকেই রাজশাহী মহানগরীর পদ্মা নদীর পাড়ে এ প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। 
 
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হাফিজ আকতার জানান, শুরু থেকে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের কাজ চলছে।
 
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্র্যাস্টের রাজশাহী অঞ্চলের ট্রাস্টি অনিল সরকার বলেন, ‘রাত ৯টার মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য সব পুজা মণ্ডপ বলা হয়েছে। রাজশাহীতে এ বছর জেলায় ৩৫৯ ও নগরীতে ৭২টি পূজামণ্ডপ ছিল।
 
 
 
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর