সমন্বয় ও স্টিয়ারিং কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ঐক্যফ্রন্টের বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নাম জানানো হবে।
এছাড়া শীর্ষনেতাদের সমন্বয়েও আলাদা একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন