স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই দেশের রাজনীতিবিদরা যখন যার সাথে সুবিধা পায় তার সাথেই জোট করে। সেজন্য বিএনপির জোটে ২০ জন আছে কি ৩০ জন আছে বা মাত্র পাঁচজন রইল সেটা আমাদের দেখার বিষয় না। আর এটা নিয়ে আওয়ামী লীগের কোন মাথা ব্যথা নেই।’
তিনি বলেন, দেশের মানুষ স্বাধীনতায় নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসে।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ক্র্যাব নাইট, রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।
মন্ত্রী বলেন, ২০ দলীয় জোট ভাঙতে সরকারের কোন ভূমিকা নেই। আমরা কাউকে জোট তৈরি করতেও সহযোগিতা করি না, আবার কাউকে ভাঙতেও সহযোগিতা করি না। কাজেই ভেঙে গেল না গেল, সেগুলো আমাদের মাথা ব্যথা নেই।’
মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বি, দেশের মানুষ আওয়ামী লীগকে হৃদয় দিয়ে ভালোবাসে। কার দল ভাঙল বা গড়ল তা নিয়ে আমাদের কিছু বলার নেই, করারও নেই।’
অনুষ্ঠান শেষে আগামী নির্বাচনকে সামনে রেখে জালাও পোড়াও আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় যা কিছুই তা নির্বাচন কমিশন দেখবে। আর নিরাপত্তা বাহিনী অনেক তৎপর। এর মধ্যে কোন নাশকতা বা অপরাধ হবে এটা আমরা বিশ্বাস করি না। কেউ করলেও সেটা শক্ত হাতে দমন করবে।’
তিনি বলেন, ‘সেই সময় যারা থাকবে সেটা নির্বাচন কমিশন। আমরা শুধু তাদের সাহায্য করব৷ নির্বাচনে সহায়তার জন্য নিরাপত্তাবাহিনী প্রস্তুত আছে।’
এর আগে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা কখনও জঙ্গিবাদ, সন্ত্রাস পছন্দ করে না৷ তারা এগুলো রুখতে আমাদের সহযোগিতা করেছে।’ ১০ বছর আগের তুলনায় পুলিশ বাহিনী এখন অনেক পেশাদার, অনেক দক্ষ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘দেশে মাঝে মাঝে দুই একটা ঘটনা ঘটছে, সেসব আমাদের গোয়েন্দারা নজরদারিতে রেখেছে।’
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জঙ্গি বিরোধী লড়াইয়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকারও প্রশংসা করেন মন্ত্রী। বলেন, ‘আমাদের নিরাপত্তাবাহিনী ও গোয়েন্দাবাহিনী যেগুলো মিস করেন সেগুলো তথ্য দিয়ে সাহায্য, সহযোগিতা করেন আমাদের ক্রাইম রিপোর্টাররা। তারা দীর্ঘদিন ধরে করছেন বলেই আমরা আজ অনেক জায়গায় সফলতা আনতে পেরেছি।’
ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অপরাধ বিষয়ক প্রতিবেদকদেরকে বিভিন্ন বিভাগে প্রতিবেদনের জন্য ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিবেদনদের সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতায় তিনজনকে পুরস্কৃত করা হয়৷
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন