রাজধানীর উত্তরখানে আগুনের ঘটনায় জীবিত শেষ জনের মৃত্যু হলো। এরআগে একই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মারা যায় ১২ বছরের শিশু সাগর। এতে অগ্নিদগ্ধ ৬ জনের প্রত্যেকেই মারা গেল।
গত ১৩ অক্টোবর ভোররাত চারটার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে তিন তলা ভবনের নিচতলায় একটি ফ্ল্যাটে আগুন লাগার ঘটনা ঘটে। গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় দগ্ধ হয়ে মো. আজিজুল হক (২৭) ও তার স্ত্রী মুসলিমা (২০) মারা যান। পরে সুফিয়া (৫০), পূর্নিমা (৩৫) এবং ডাবলু (২৭) মারা যান। শুধু বেঁচে ছিল সাগর (১২)।
চিকিৎসকরা জানিয়েছেন, সাগর ৬৬% শতাংশ দগ্ধ অবস্থায় আশংকাজনক ছিল। সে মারা গেল শনিবার রাতে। এছাড়া আঞ্জুম আরা (২৫) শরীরের ৬% শতাংশ ও আব্দুলাহ সৌরভ (৫) ১২% শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের দু'জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার