আলোঘর প্রকাশনা হতে প্রকাশিত ড. আতিউর রহমান প্রণীত ৪টি গ্রন্থের পাঠ উন্মোচন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে এ পাঠ উন্মোচনের আয়োজন করা হয়।
পাঠ উন্মোচনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
'শেখ মুজিবের আরেক নাম', 'নিশিদিন ভরসা রাখিস', 'প্রন্তজন্মের স্বপক্ষে', 'From Ashes to Prosperity' এ গ্রন্থ ৪টির আলোচনায় যথাক্রমে বক্তব্য রাখেন- সেলিনা হোসেন, খোন্দকার ইব্রাহিম খালেদ, মাহফুজুর রহমান, তৌফিক আহমদ চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোঘর প্রকাশনার প্রকাশক মো. সহিদ উল্লাহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার