নারায়ণগঞ্জের আড়াইহাজারে গুলিবিদ্ধ চার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় এখনও জানা যায়নি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ভোরে এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রতিটি মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।
ওসি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে অন্য কোথায় থেকে মেরে এনে তাদের এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহের কাছ থেকে দুইটি দেশিয় পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৮/হিমেল