রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৭৬১ পিস ইয়াবা, ৭২০ গ্রাম ১০৬৫ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ০৬ লিটার দেশি মদ, ১৩০ ক্যান বিয়ার ও ৬১টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবু জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ অক্টোবর ২০১৮/হিমেল