রাজধানীর গুলশানে ২০ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন সিলভার টাওয়ারে আজ বুধবার দুপুরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, বুধবার বেলা ২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে তাদের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে থাকলেও ধোঁয়া দেখা যাচ্ছে। কর্মীরা সেখানে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, ভবনটির একটি ফ্লোর থেকে কালো ধোয়া বেরুলে আতঙ্কে রাস্তায় নেমে আসেন ভবনটির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, বহুতল ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম