রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে মঙ্গলবার দুপুর ২টায় লাগা আগুন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনটির একটি ফ্লোরের থেকে কালো ধোয়া বেরুলে আতঙ্কে রাস্তায় নেমে আসেন সেটির বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম