গাজীপুরের শ্রীপুরে ওমর ফারুক নামের শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে পালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহত ওমর ফারুক পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। পূর্বে তিনি ছাত্রলীগ নেতা ছিলেন বলে জানা গেছে।
শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, এ রকম একটি হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৮/মাহবুব