বরিশাল নগরীর বিভিন্ন সড়কের পাশে সাটানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন আগামী ৩১ অক্টোবরের মধ্যে অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোন ব্যানার-ফেস্টুন বিলবোর্ড না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিসিসির দায়িত্ব গ্রহনের পরদিন গতকাল বুধবার বিকেলে প্রথম কর্মদিবসে এক সাধারণ সভায় এই নির্দেশ দেন মেয়র সাদিক আবদুল্লাহ।
বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, বুধবার মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কাউন্সিলরদের নিয়ে সভা করেন। ওই সময় নগরবাসীর বিভিন্ন সমস্যা লাঘব ও নগরীর সৌন্দর্য বর্ধনে কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় নগরীর প্রাণকেন্দ্র সদর রোড বিবির পুকুরের পশ্চিম পাড় এবং অশ্বিনী কুমার হলের সামনে বিলবোর্ড স্থাপন করা যাবেনা। বিভিন্ন জাতীয় দিবসে পূর্বানুমতি নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে বিলবোর্ড, তোরন ও ফেস্টুন স্থাপন করা গেলেও নির্ধারিত সময়ের পর স্ব-উদ্যোগে অপসারন করতে হবে।
এছাড়াও হরিজন সম্প্রদায়ের জন্য নির্মানাধীন হরিজন কলোনীর পাইল বুয়েটের বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করে মান যাচাই, রূপাতলী হাউজিং ড্রেনেজ ব্যবস্থা প্রকল্পের মধ্যে আনা, ২৩ নম্বর ওয়ার্ড তাজকাঠি এলাকায় দ্রুত একটি টিউবওয়েলের ব্যবস্থা, সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নগরীর ফোরলেন সড়কের দুই পাশ অবৈধ দখলমুক্তকরণ, সড়কবাতির সঠিক ব্যবস্থাপনা, নগরীর ট্রাক টার্মিনাল ও কেন্দ্রীয় বাস টার্মিনাল কাজের অগ্রগতি পর্যবেণের জন্য সংশ্লিস্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বলে জানান বিসিসি’র জনসংযোগ কর্মকর্তা রোমেল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর