সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ বলেছেন, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রের মূল চাবিকাঠি। অংশগ্রহণ মূলক নির্বাচন গণতন্ত্রের ভিত মজবুত করবে।
তিনি শুক্রবার রাজধানীর উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে "গ্রহণযোগ্য নির্বাচন" শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন।
অ্যাডভোকেট শেখ সালাহ্উদ্দিন আহমেদ বলেন, নিরপেক্ষ ও দক্ষ নির্বাচন কমিশন একান্ত প্রয়োজন। নির্বাচনের ভোটাররা যেন অবাধে ভোট দিতে কেন্দ্রে আসতে পারেন, সে নিশ্চয়তা প্রদান করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, নির্বাচন মানে শুধু রদবদল বা পরিবর্তন নয়। এটির সামাজিক বাস্তবতা অনেক। এটি সমাজ নির্মাণের একটি শক্তিশালী ভিত্তি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন। বাক স্বাধীনতা, সংগঠন করার অধিকার ও সংগঠিত হওয়ার অধিকার গণতন্ত্রের জন্য দরকার। প্রয়োজন সহিংসতামুক্ত নির্বাচন। এটি কেবল নির্বাচনের দিন নয়, সব সময়ের জন্য প্রযোজ্য।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন