রাজশাহীর বেলপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নিয়ামত আলী (৫৬) ও বগুড়ার আদমদীঘির নরশদপুর গ্রামের আব্দুল মান্নান (৫৮)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকালে রাজশাহী থেকে ওই প্রাইভেটকারটি ঢাকা অভিমুখে যাচ্ছিল। পথে ভাঙড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুই আরোহী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান বেলপুকুর থানার এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ