চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় ৪ শিক্ষার্থীকে আটক করে তারা।
আজ সকাল ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করে।
শনিবার দুপুর ১২টা থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদনের আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (ডিসি) আজিজুল হক জানান, ‘সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন-সালাহ উদ্দীন