ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে কাকরাইলস্থ কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, দিল মোহাম্মদ খোকা, মুরসালিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মাসুদ হাসান রুমী, পরিবেশ সম্পাদক আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা সম্পাদক গোফরান গাজী, উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান প্রমুখ।
এদিকে, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের সকল মসজিদে সোমবার বাদ আসর ইসমাইল চৌধুরী সম্রাটের মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
প্রসঙ্গত, ইসমাইল চৌধুরী সম্রাটের মা অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/২৮ অক্টোবর ২০১৮/আরাফাত