রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলী হাউজিংয়ের ৯ নম্বর দাগের মাথায় টিনশেড বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ২ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা করে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনো জানা যায়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৫ ইউনিট কাজ করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর