সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। তবে গতকালের মতো আজ সোমবার শ্রমিকরা মাঠে নেই। বাস-ট্রাক না চললেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত সড়কের দুই পাশেই চলছে ব্যাটারিচালিত রিকশা, নিষিদ্ধ ইজিবাইক, সিএনজি, ও ভ্যানগাড়ি।
কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বাসে আসতে যাত্রীদের দিতে হতো ১৫ টাকা। কিন্তু বাস না থাকায় এখন তাদের দ্বিগুন-তিনগুণ ভাড়া গুণতে হচ্ছে।
গতকাল রবিবারের মতো সড় আজ সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকদের তেমন একটা তৎপরতা দেখা যায়নি। সকাল থেকেই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সড়কে অবস্থান নিয়েছেন। বাস-ট্রাকের মতো গণপরিবহন না চললেও অ্যাম্বুলেন্স চলছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজুল হক বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীল বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিডি প্রতিদিন/ফারজানা