রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আজ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিনেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, পরিবহন না পেয়ে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে কর্মজীবীদের পড়তে হচ্ছে বেশি ভোগান্তিতে।
আজ সকাল থেকে মহাখালীবাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শ্রমিক নেতারা বলেছেন, ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচল করবে না।
ধর্মঘটের ফলে রাজধানীর রাস্তায় যেমন চলছে না যানবাহন, তেমনি ঢুকতেও পারছে না ঢাকায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার