৮ দফা দাবিতে দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে বরিশাল। আজ সোমবারও বরিশাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ। আজ দ্বিতীয় দিনও বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে পন্য এবং জ্বালানিবাহী যান চলাচলও বন্ধ।
নগরীর অভ্যন্তরে এবং মহাসড়কে কিছু থ্রি হুইলার চলাচল করলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্তি ভাড়া। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীদের।
বরিশাল নগরী থেকে কর্মস্থলমুখী গন্তব্যে যেতে পারছে না। বাইরের বিভিন্ন জেলা উপজেলার মানুষজনও নগরীতে প্রবেশ করতে পারছে না। ধর্মঘটের প্রভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতেও উপস্থিতি ছিল কম।
এদিকে, কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক ধর্মঘটে ক্ষুব্ধ জণসাধারণ। তারা আলাপ-আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধান করার জন্য শ্রমিক নেতা ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার