৪৮ ঘণ্টার কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলেছে রাজশাহীতে। এই কর্মসূচিতে রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও পরিবহন শ্রমিকরা দাবি করছেন, ঘোষিত কর্মসূচি ধর্মঘট। ধর্মঘটে রাজশাহী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। বন্ধ ছিল আন্তঃজেলা রুটের বাসও। এতে সড়ক পথে বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া পরিবহন শ্রমিকদের বাসস্ট্যান্ডে অবস্থান করতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব