জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে পুলিশের কঠোর বেষ্টনীতে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
নগরীর বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে সমাবেশ স্থলে জড়ো হয় নেতাকর্মীরা। এ সময় একটি মিছিল বের করা হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ধাওয়া করে নগরীর ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. সাইদুল ইসলামকে আটক করে পুলিশ।
মহানগর বিএনপি’র সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ ও সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, সহসভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে সরোয়ার বলেন, দেশের সব রাজনৈতিক দল মিলে একটি বড় রাজনৈতিক প্লাটফর্ম হবে শেখ হাসিনা সেটা বুুঝে গেছে। প্রশাসনের লোকেরা যদি বুঝতে না পারেন, তাহলে আর একটু সময় অপেক্ষা করেন। বিনা কারণে বিএনপি’র সমাবেশে নেতাকর্মীদের হয়রানি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। এই আন্দোলনের কারনেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরীণ করা হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ের আশপাশসহ সদর রোডে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা