জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে এই কর্মসূচি পালিত হয়।
মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আসলে আগামী সংসদ নির্বাচন থেকে তাকে সরিয়ে রাখতে এই রায় দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৮/মাহবুব