রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা এ স্বর্ণ জব্দ করে।
জব্দ স্বর্ণের মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী। তিনি আরও জানান, ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে এই স্বর্ণ এসেছে। এই পাচারের সাথে জড়িতদের গ্রেফতারে ঝটিকা অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম