নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদসহ ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার শহরের বঙ্গবন্ধু সড়কের সায়েম প্লাজার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটক বাকি তিনজন হলেন, নাজমুল, ইয়াসিন ও রফিকুল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শন (অপারেশন) জয়নাল আবেদীন মন্ডল জানান, সায়েম প্লাজার সামনে সড়ক বন্ধ করে যান চলাচলে ও বিঘ্ন ঘটিয়ে মিছিল করার চেষ্টার সময় তাদেরকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৮/মাহবুব