রাজধানীর মিরপুরের মাজার রোডে গাড়ি চাপায় শামীমা আকতার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।
নিহত শামিমার স্বামী হারেজ মোল্লাহ্ বলেন, রাত সাড়ে ৯ টার দিকে মাজার রোডে লালকুটি বাজারের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তার স্ত্রীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১১ টায় মৃত ঘোষনা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ীর উপপরিদর্শক এসআই মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর