রাজধানীর কমলাপুর রেল ষ্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্য নিহত হয়েছেন। নিহত সেই র্যাব সদস্যের নাম আবু জাফর।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত আবু জাফর র্যাব সদর দপ্তরের কমিউনিকেশন এন্ড এমআইএস উইং-এ সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।
র্যাব জানায়, সার্জেন্ট মোঃ আবু জাফর সরকারি দায়িত্ব পালন করার সময় একটি গাড়ি চাপায় আহত হন। তাকে দ্রুত সিএমএইচ ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর