সেকায়েপ প্রজেক্টের অতিরিক্ত শ্রেণি (এসিটি) শিক্ষকদের টানা অনশন কর্মসূচি চলছেই। অনশনে আজ বৃহস্পতিবার ৮জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে আন্দোলনকারিরা জানিয়েছেন। অসুস্থরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চাকরি স্থায়ীকরণের দাবিতে গত রবিবার থেকে অবস্থান কর্মসূচির পর বৃহস্পতিবার থেকে এই শিক্ষকরা টানা অনশন পালন করছেন। গত রবিবার থেকে তারা বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) এসোসিয়েশনের ব্যানারে আন্দোলন করে আসছেন। অসুস্থদের মধ্যে মাদারীপুর থেকে আসা রাসেল আহমেদ, চাপাইনবাবগঞ্জের সজিব আহমেদ, নড়াইলের আবুল হাসনাত ও পিরোজপুর থেকে আসা শিক্ষক আমিরুল রয়েছেন বলে জানা গেছে।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষকরা জানান, দারিদ্রপীড়িত ও দুর্গম এলাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া কমাতে ২০১৫ সালে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রজেক্টের আওতায় নিয়োগ দেওয়া হয় ৫ হাজার ২ শত শিক্ষক। প্রকল্প শেষে এসিটিদের এমপিও সিস্টেমে অন্তর্ভুক্তিসহ যাবতীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রকল্পটি শেষ হওয়ার পর তাদের স্থায়ীকরণের আর কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তাই তারা নিরুপায় হয়ে আন্দোলনে নেমেছেন।
অনশনকারীরা বলেন, ১৪ মাস ধরে বিনা বেতনে পাঠ দান করে আমরা ক্লান্ত। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। অবশেষে ৪র্থ বারের মত আন্দোলনে বাধ্য হয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার