এমপিদের নামে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়াস্থ এমপি হোস্টেলের ফ্ল্যাট এবং সংসদ ভবন এলাকায় অফিস কক্ষ দ্রুত বরাদ্দ দিতে চীফ হুইপের নেতৃত্বে ৪ সদস্যের উপকমিটি গঠিত হয়েছে।
সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক এ উপ কমিটি গঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চীফ হুইপ নূর ই আলম চৌধুরী। বৈঠকে দ্রুততম সময়ে সরেজমিনে এমপি হোস্টেলের ফ্ল্যাট ও অফিস পরিদর্শন করে একটি রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, কাজী ফিরোজ রশীদ, হুইপ মাহবুব আরা বেগম গিনি, নূর মোহাম্মদ, মনজুর হোসেন, আশেক উল্লাহ এবং বিশেষ আমন্ত্রণে হুইপ সামশুল হক চৌধুরী ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দিন