নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যৌক্তিক দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। শেখ হাসিনা কাউকে নিরাশ করেন না। শিক্ষার বিস্তারে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সংবর্ধনা উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এর আয়োজন করে।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় শিক্ষকদের পাশে রয়েছে। শিক্ষার বিস্তারে এ সরকার অবিরাম কাজ করে যাচ্ছে।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের কথা বলেন, দেশের কথা বলেন, দেশের মানুষের কথা বলেন। প্রাথমিক শিক্ষকদের প্রথম সরকারিকরণ করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চল্লিশ বছর পরে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার শিক্ষকদের সরকারিকরণ করেছেন।
সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদফত রের মহাপরিচালক ড. এএফএম মনজুর কাদির, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত