কুড়িয়ে পাওয়া রুম স্প্রে নিয়ে খেলতে যেয়ে বিস্ফোরণে ৩ পথশিশু দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর খিলগাঁওয়ের ভুইঁয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা শিশুরা হলো লালন (১০), রনি (৯) ও সাগর (১৭)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনিটে তাদের ভর্তি করা হয়েছে।
স্থানিয়রা জানান, ভুইয়াপাড়া এলাকার একটি মাঠে খেলার সময় শিশুরা স্প্রের বোতল কুড়িয়ে পায়। তাদের একজন স্প্রের বোতল চাপ দেয়, অপর আরেক শিশু সেখানে দিয়াশলাই দিয়ে আগুন ধরায়। এতে তৎক্ষানিক বিস্ফোরণ ঘটে। তাদের শরীর ও মুখ দগ্ধ হয়। পরে ঐ এলাকার এবাদুল নামে এক ব্যাক্তি ঢামেকে নিয়ে যান।
আহতদের বাসা একই এলাকার ফুলমিয়ার বন্তিতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ