খুলনায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৮৪ জনকে গ্রেফতার করেছে জেলা ও মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত। জেলার নয় থানা ও মহানগরীর আট থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা ও ১৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মোট সাতটি মাদক মামলা রুজু করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান গণমাধ্যমকে জানান, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ১০ মাদক বিক্রেতাসহ মোট ৪৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে নয়জন মাদক বিক্রেতাসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল, একটি দেশীয় শাটারগান ও দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন