বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে জয়ী হয়েছে। আর এবার চুরি করে জয়ী হয়েছে। জনগণের জন্য খালেদা জিয়া কারাগারে আছেন। তিনি কোন অপরাধে কারাগারে নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি কারাগারে আছেন। এই সরকার তাকে আর কতদিন জেলে আটকে রাখতে পারে সেটা এখন দেখার বিষয়।
শুক্রবার বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি।
শুক্রবার সকাল ১১টার দিকে নগর বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, যুগ্মসাধারণ সম্পাদক ওয়ালিউর হক রানা।
বিডি প্রতিদিন/ফারজানা