ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সাবেক এপিএস সত্যাজিত মুখার্জীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে ফরিদপুরের ডিবি পুলিশের একটি দল ঢাকার তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করে।
সত্যজিত মুখার্জীর বিরুদ্ধে ১০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং একটি মামলার সাজপ্রাপ্ত আসামি।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি বিপুল চন্দ্র দে জানান, সত্যজিত দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ১০টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া সে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে সত্যজিতকে আটক করা হয়।
পরে তাকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস থাকাকালীন সময়ে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ে সত্যজিত। পরে এপিএস পদ থেকে মন্ত্রী তাকে সরিয়ে দেন। এরপর ফরিদপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ ২৫টি মামলা হয়। দীর্ঘদিন ধরে হাজিরা না দিয়ে সে পলাতক অবস্থায় ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা