বরিশালে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ফেসবুক আইডি ব্যবহার করে দেশের আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর উদ্দেশ্যে সরকার তথা দেশের বিভিন্ন বিশিষ্ট ও পদস্থ কর্মকর্তাদের নামে ভুয়া, মিথ্যা ও মানহানীকর তথ্য প্রচারের অভিযোগে শুক্রবার নগরীর নথুল্লাবাদ থেকে আটক করা হয় তাকে।
আটক ব্যক্তির নাম নিয়াজ মোহাম্মদ রনি (২৮)। তিনি নগরীর এয়ারপোর্ট থানার ২৮ নম্বর ওয়ার্ডের নতুন বাড়ি সড়কের রনি ভিলার মো. নূর মোহাম্মাদের ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল