রাজধানীর মুগদায় মায়ের সামনেই রিকশার ধাক্কায় শিমন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
শিশুর মা কলি আকতার জানান, সন্ধ্যায় তিনি তার দুই শিশু সন্তানকে নিয়ে মুগদার মান্ডা শাহ আলমের গলির বাসা থেকে মেইনরোডে যান কলা কিনতে। এসময় তার কোলে ছিল ছোট শিশু সন্তান। আর অন্য সন্তান শিমন ছিল তার হাত ধরে। কলা কিনে বাসায় ফেরার সময় হঠাৎ শিমন হাত ছেড়ে দেয়। সে রাস্তার মাঝ দিয়ে দৌড় দিলে একটি রিকশার সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
এরপর মাথা ফেটে রক্ত বেরু হতে থাকে। এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে মা কলি ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুরের বোয়ালমারী তাদের গ্রামের বাড়ি। শিমনের বাবা আমির হোসেন প্রাইভেটকার চালক। ৪ সন্তানের মধ্যে শিমন ছিল তৃতীয়।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত