সারা দেশের মতো বরিশালেও একযোগে শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। আজ সকাল সাড়ে ৯টায় নগরীর দক্ষিণ আলেকান্দা জুমিরখান সড়কের নগর স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রমের উদ্ধোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান। তিনি কয়েক জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে দেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন।
বরিশালে মোট ৩ লাখ ৫৩ হাজার ৮৬৪ শিশুকে আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৪ হাজার ৫৯৪ এবং নগরীর ৩০ ওয়ার্ডে ৪৯ হাজার ২৭০জন শিশু রয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
যাতে কোন শিশু বাদ না পরে সেজন্য বিভিন্ন লঞ্চঘাট ও বাসটার্মিনালসহ জনবহুল স্থানে টিকা কার্যক্রম চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল হাসান। তারপরও কোন শিশু বাদ পড়লে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল