জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের একটি সাফল্য আছে, বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই হাতে পায়। এদের একটি অংশ আছে, যারা দেখতে পায় না। তাদের জন্য ভাস্কর কাজ করে চলেছেন। ভাস্কর দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য যে প্রযুক্তি আবিষ্কার করে চলেছেন, এটা আমাদের গর্বের বিষয়।
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইউনেস্কো পুরস্কার জয়ী দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্যকে ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, প্রতিবন্ধীদের যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকেন, তাহলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১৬ সালে বলেছেন, ভাস্কর একজন সফল মানুষ। তার কাজের মাধ্যমেই তা প্রমাণ করেছে।
ভিপসের সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তের সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন