বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বেগম খালেদা জিয়াসহ বিএনপি’র কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি’র উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে বিএনপি’র কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এদিকে সমাবেশে অংশগ্রহণ শেষে ফিরে যাওয়ার সময় ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকার রমনা থানার একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা বলে নাসরিনকে গ্রেফতার করার কথা জানিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল