রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর মিঠুর মোড় এলাকায় জজের ভাড়া বাড়ির তালা ভেঙে চোরেরা স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল কালাম আজাদ শনিবার সকালে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে চোরেরা রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল কালাম আজাদের বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এসময় বাড়ির সদস্যরা বাইরে ছিলেন। এই সুযোগে চোরেরা বাড়ি থেকে স্বর্ণালংকার, ল্যাপটপ ও নগদ লক্ষাধিক টাকাসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরে বাসায় ফিরে চুরির বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় শনিবার সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল কালাম আজাদ নগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
চুরির বিষয়টি স্বীকার করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিতে তৎপরতা শুরু করেছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ