গণতন্ত্র পুনরুদ্ধারে নব্বইয়ের মত ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজকে আন্দোলন গড়ে তুলতে আহবান জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু। ঐক্যবদ্ধ ছাত্র সমাজের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ইডেন গার্ডেনে গণফোরামের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা তিনি এ আহবান জানান।
সমাবেশে আরে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আওম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সভাপতি আজম রুপু।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু আরো বলেন, ১৯৭১ সালে যেভাবে ছাত্র সমাজ বিজয় ছিনিয়ে এনেছে, ঠিক সেভাবে এবারও গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশ ও সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস দূর করবে। যুগে যুগে ছাত্ররাই জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করছে।
অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এটা আমার বিশ্বাস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাজী হাবিব, রওশন ইয়াজদানী, ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মো. সানজিদ রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার