দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। ইজতেমা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সব দলের অংশ নেয়ার অধিকার রয়েছে। বিএনপি নির্বাচনে না এলে তাদের দল অস্তিত সংকটে পড়বে।
রবিবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপিতে) একটি সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবা নিয়ে কোনো হাসপাতাল ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন