আগামী এক মাসের মধ্যে খুলনা জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। তিনি বলেন, মাদক কারবারীদের নামের তালিকা প্রকাশ করা হবে। তবে কোনো নিরীহ লোককে হয়রানি করা হবে না।
রবিবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ অঙ্গীকার করেন তিনি।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
জানা যায়, গত জানুয়ারিতে মহানগরীর আটটি থানায় মাদকদ্রব্য আইনে ২৭২টি মামলা ও জেলার নয়টি উপজেলায় ১১৫টি মামলা হয়। জেলা প্রশাসক বলেন, শতভাগ মাদক নির্মূলে যৌথ উদ্যোগের কোনো বিকল্প নেই। খুলনাকে মাদকমুক্ত করতে পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে টাস্কফোর্স অভিযান পরিচালিত করা হবে।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, সুশাসন নিশ্চিত করতে পারলে এই শহরকে দুর্নীতিমুক্ত করা যাবে। তাই সুশাসন প্রতিষ্ঠিত করতে তিনি সকলের নিজ নিজ কাজ সততার সাথে করার অনুরোধ করেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম