বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মৃত রোগীর স্বজনদের হামলায় পুলিশের একজন এসআইসহ ৪ জন আহত হয়েছেন। আজ রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
হাসপাতালের ব্রাদার শাহাদত হোসেন জানান, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের বাসিন্দা স্থানীয় ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু আনছারের (৪৮) মাথায় গাছের ডাল (কান্ড) পড়ে গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে শের-ই মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আবু আনছারকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের পরিবারের সদস্যরা দ্রুত লাশ নিয়ে ওই স্থান ত্যাগ করতে চাইলে তাদের বাধা দেন এসআই নাজমুল।
এ নিয়ে নিহতের স্বজনরা পুলিশের সাথে বাকবিতান্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে তারা এসআই নাজমুলের উপর হামলায় চালায়। নাজমুলকে রক্ষা করতে গেলে অন্যান্যদের উপর হামলা চালায় তারা।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই ফজলুল হক জানান, লাশ নিয়ে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে বিষয়টি সমাধান করে দেওয়া হয়েছে।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় লাশের ময়নাতদন্তের প্রয়োজন হয়। এ বিষয়টি মৃতের স্বজনরা কোন ভাবেই বুঝতে চাচ্ছিল না। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে এসআইসহ ৪ জন আহত করে। তারপরও মানবিক দিক বিবেচনা করে পুলিশ কমিশনার মোশারেফ হোসেনের নির্দেশে লাশসহ হামলাকারীদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার