প্রায় ৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সম্পত্তি শাখার কর্মচারী আমিরুল ইসলামকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে আত্মসাৎকৃত অর্থ জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র আইনজীবী সেলিম আল আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আসামি আমিরুল ইসলাম সিটি করপোরেশনের রাজস্ব শাখায় দায়িত্ব পালনকালে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে কেসিসি’র তৎকালীন রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান বাদী হয়ে ২০০৯ সালে খুলনা থানায় মামলা করেন। ওই মামলায় দুদকের তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। রায় ঘোষনার পর আমিরুল ইসলামকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর