রাজধানীতে এলিফ্যান্ট রোডে নিজ ফ্ল্যাটে নিহত ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সোমবার মরদেহের ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নিহত মাহফুজা চৌধুরীর ঠোট, মুখ ও আঙুলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। একটা আঙুল ভাঙা ছিল। তাকে মুখ চেপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলেও তিনি ধারণা করছেন।
রবিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজের ফ্লাট থেকে তার (মাহফুজা চৌধুরী) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করে রাজধানীর নিউমার্কেট থানায় মামলা করেছেন মাহফুজার স্বামী ইসমত কাদির গামা।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আসামিদের গ্রেফতারে রবিবার রাত থেকেই পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি দ্রুত সময়েই তাদের আটক করা যাবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম