রংপুরের মিঠাপুকুরে তেলবাহী ট্যাঙ্কলরির চাপায় মোটরসাইকেল আরোহী পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ্ আমানত হিমাগারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নুরনবী মিয়া (৪৫) মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের চিথলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, নুরনবী মিয়া তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে রংপুর শহর থেকে মিঠাপুকুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শালাইপুর এলাকায় শাহ্ আমানত হিমাগারের সামনে বিপরীত দিকে থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কলরির ধাক্কায় ঘটনাস্থলেই নুরনবী মারা যান।
তিনি আরও জানান, নিহত নুরনবী ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইম্যান হিসেবে কর্মরত ছিলেন। ৩ বছর আগে চাকরি থেকে অব্যাহতি দেন তিনি। ঘাতক ট্যাঙ্কলরিটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত