খুলনায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা ও মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ১০৩ জনকে আটক করা হয়েছে। জেলার ৯ ও মহানগরের ৮ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশর পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ১১ জন মাদকবিক্রেতাসহ ৬৬ জনকে আটকের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার ৯ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮০ পিস ইয়াবা, ১২ গ্রাম গাঁজা, ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ৬টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে মহানগর পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়, মহানগর পুলিশের অভিযানে মহানগরের ৮ থানা এলাকা থেকে ৬ জন মাদকবিক্রেতাসহ ৩৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ