Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:০৭
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:৫৬

ইশতেহারে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি আতিকুলের

নিজস্ব প্রতিবেদক

ইশতেহারে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি আতিকুলের

'সবাই মিলে সবার ঢাকা' গড়ার স্লোগানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়িক, সাংস্কৃতিক ও অন্যান্য পরিমণ্ডলের মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনারও। আমরা সবাই যে যার জায়গা থেকে আমাদের ন্যূনতম করণীয়টা করলে পাবো আমাদের অতিকাঙ্ক্ষিত আধুনিক এবং প্রগতিশীল নগরী। 

ইশতেহারে বিশুদ্ধ বাতাস ফিরিয়ে আনা, খেলাধুলা ও বিনোদনের জন্য খেলার মাঠ ও পার্ক তৈরি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বহুতল ও ভূগর্ভস্থ পার্কিং কমপ্লেক্স নির্মাণ বিশেষ উল্লেখযোগ্য। 

এছাড়া সিটি কর্পোরেশনের চলমান কাজগুলো সম্পন্ন করাসহ বিশদ কিছু নতুন পরিকল্পনা গুরুত্ব পেয়েছে।

বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য