বরিশালে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে মঙ্গলবার সকালে নগরীর সদর রোডের বিডিএস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা অধিদফতরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুর রহমান।
আলোচক ছিলেন শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডা. হাওয়া আক্তার জাহান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. তৈয়বুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা গর্ভধারণ রোধ ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের অপূরণীয় চাহিদা পূরণের লক্ষ্যে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনা বিভাগের প্রদেয় সেবাসমূহ গ্রহণের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম