গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে গোপিনাথপুর হাসপাতালের পাশে পুলিশ সদস্য মো. ওমর আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ সদস্য ওমর আলী জানান, সোমবার রাত আনুমানিক রাত দেড়টার দিকে আটজনের একটি মুখোশধারী ডাকাত দল তার বাড়ির গেটের তালা খুলে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সে সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রী ও মেয়েকে মারধোর করে এবং ঘরের ভিতরে ভাচুর করে দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুইলক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি পুলিশকে জানানোর পর গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) মো.মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, মামলা প্রক্রিয়াধীন আছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
বিডি প্রতিদিন/হিমেল